PASHCHIM BHUTERDIA SECONDARY SCHOOL

পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100412
SCROLLING TEXT

Chairman Message

পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি সুগন্ধা নদীর সন্নিকটে জনবহুল এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৬ সালে অত্র এলাকার বিশিষ্ঠ সমাজসেবক জ্ঞানীগুনী শিক্ষানুরাগী মরহুম মোঃ আঃ হাকিম মাস্টার এলাকার গরীব শিক্ষা বঞ্চিত এবং পিছিয়ে পড়া নারী সমাজের মাঝে শিক্ষার আলো যাতে ছরিয়ে পরে সেই কথা চিন্তা করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি একটি পূর্ণঙ্গ মাধ্যমিক প্রতিষ্ঠান। এটি একটি পূর্ণঙ্গ ম্যানেজিং কমিটি যোগ্য সুদক্ষ শিক্ষক/শিক্ষাকা মন্ডলী দ্বারা পরিচালিত এবং পাঠদানের সাথে কো- ক্যারিকুলাম একটিবেটিচ সহ নিয়মিত ভাবে পাঠদান বিদ্যমান আছে। ১৯৯৫ ইং পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এম পিও ভূক্ত হয়। ভৌত কাঠামো খুবই ভাল বর্তমানে চার তলা ভবনের একতলার কাজ প্রায় সমাপ্তির পথে। প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক আমি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল ব্যক্তি বর্গ জড়িত ছিলেন যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা বেঁচে আছেন তাদের সহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ' দীর্ঘায়ু কামনা করছি। বিদ্যালয়ের সাবিক উন্নয়ের লক্ষ্যে কাজ করে যাবো এই অঙ্গীকার ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।

General Notice


Routine


Office Order


Download Center