PASHCHIM BHUTERDIA SECONDARY SCHOOL

পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100412
SCROLLING TEXT

History of the School

বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামে সুগন্ধা নদীর সন্নিকটে জনবহুল এলাকায় পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৮৬ সালে অত্র এলাকার বিশিষ্ঠ সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম মোঃ আঃ হাকিম মাস্টার এলাকার গরীব শিক্ষা বঞ্চিত এবং পিছিয়ে পড়া নারী সমাজের কথা চিন্তা করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় ০১/০১/১৯৮৯ ইং তারিখ থেকে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৯৩ ইং তারিখ থেকে যশোর শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১/০১/১৯৯৪ ইং তারিখ থেকে এম ,পি, ভুক্ত হয়। ১৯৯৪ ইং সালে প্রথম এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহন করে সন্তোসজনক ভাবে ফলাফল অর্জন করতঃ যার ধারা চলমান আছে। বর্তমানে ১১ জন শিক্ষক/শিক্ষিকা, ০১ জন অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং ০১ জন নিরাপওা কর্মী, ০১ জন নৈশপ্রহরী এবং ০১ জন পরিচ্ছন্নতাকমী কর্মরত আছে।

General Notice


Routine


Office Order


Download Center